Current Date:October 1, 2023
২৫ হাজার টাকার পিসি বিল্ড গাইড

২৫ হাজার টাকার পিসি বিল্ড গাইড ২০২১

Contents

২৫ হাজার টাকার পিসি বিল্ড গাইড ২০২১

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আসা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি। এটা আমাদের সাইটের দ্বিতিয় পিসি বিল্ড গাইড, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সন্দুর দৃষ্টিতে দেখবেন। আজকের এই আর্টিকেলে আমরা সাজিয়েছি ২৫ হাজার টাকায় পিসি বিল্ড , আজকের বাজেট পিসি বিল্ড এবং বায়িং গাইডে আপনাকে স্বাগতম। এই বিল্ড দিয়ে আপনি টুকটাক গেমিং এর পাশাপাশি বেসিক ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং এর মতো কাজগুলোও করতে পারবেন। আশা করি আজকের এই বিল্ড আপনার চাহিদাগুলো মেটাতে সক্ষম হবে।

AMD Ryzen3 3200

প্রসেসর (Processor) – ২৫ হাজার টাকার পিসি

আজকের এই বাজেট গেমিং পিসি বিল্ডে আমরা প্রসেসর হিসেবে সিলেক্ট করেছি AMD Ryzen3 3200G এএমডির এই প্রসেসর সেকেন্ড জেনারেশনের জেন প্লাস আর্কিটেকচারের উপর বেস করে গ্রাফিক্স সহ তৈরি করা হয়েছে। এই প্রসেসরে আছে Radeon RX Vega 8 Graphics এবং ৪টি কোর ৪টি থ্রেড অর্থাৎ মাল্টিটাস্কিং, গ্রাফিক্স ও ভিডিও এডিটিং অনায়াসে করা যাবে, এর বেইজ ক্লক 3.6 GHz যা সর্বোচ্চ 4.0 GHz গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করা যাবে এতে আরও রয়েছে 2MB L2 এবং 4MB L3 ক্যাশ মেমোরি। তাছাড়া এর TDP (thermal design power) 65W এবং এই প্রসেসরে দুইটি মেমোরি চ্যানেল দেওয়া হয়েছে তাই 2933MHz এর DDR4 মেমোরি ব্যাবহার করা যাবে। এর বর্তমান মূল্য ১০ হাজার ৫০০ টাকা এই বাজেটের মধ্যে এএমডির বেস্ট প্রসেসর এটি।

Processor Specification

  • Model – Ryzen 5 3400G
  • Base Frequency – 3.7GHz
  • Maximum Turbo Frequency – 4.2GHz
  • Cache Total L2 Cache: 2MB
  • Total L3 Cache: 4MB
  • Cores 4 Threads 8
  • Default TDP 65W
  • Maximum Speed 2933MHz
  • Type DDR4  Max Number of Channels 2
  • Processor Graphics Radeon RX Vega 11 Graphics
  • Base Frequency 1400 MHz Core Count 11

Gigabyte A320M-S2H

মাদারবোর্ড (Motherboard) – ২৫ হাজার টাকার পিসি বিল্ড

আজকের এই বাজেট পিসি বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে সিলেক্ট করেছি Gigabyte A320M-S2H মাদারবোর্ডটিতে রয়েছে এএমডির AM4 সকেট যাতে সাপোর্ট করবে  রাইজেন ২০০০ এবং ৩০০০সিরিজের সকল ডেস্কটপ প্রসেসর। এছাড়া মাদারবোর্ডটিতে থাকছে ৩২০০ মেগাহার্টজ বাস স্পীডের ৬৪ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ব্যবহারের সুবিধা, এম.২ NVMe স্লট, ইউএসবি ৩.১ পোর্ট ইত্যাদি তো থাকছেই। এর বর্তমান দাম ৬,০০০হাজার টাকা।

আরও পড়ুনঃ  আপনার কম্পিউটার কি ধীরে কাজ করছে? কম্পিউটার ফাস্ট করতে এই স্টেপ গুলো দেখুন।

Motherboard Specification

  • Supports AMD 3rd Gen Ryzen™/ 2nd Gen Ryzen™/ 1st Gen Ryzen™/ 2nd Gen Ryzen™ with Radeon™ Vega Graphics/ 1st Gen Ryzen™ with Radeon™ Vega Graphics/ Athlon™ with Radeon™ Vega Graphics/ 7th Gen A-series/ Athlon X4 Processors
  • Dual Channel Non-ECC Unbuffered DDR4, 2 DIMMs
  • Ultra-Fast PCIe Gen3 x4 M.2 with PCIe NVMe & SATA mode support
  • High-Quality Audio Capacitors and Audio Noise Guard
  • Realtek® Gigabit LAN with cFosSpeed Internet Accelerator Software
  • Smart Fan 5 features 5 Temperature Sensors and 2 Hybrid Fan Headers
  • GIGABYTE™ UEFI BIOS
  • All New GIGABYTE™™ APP Center, Simple and Easy Use

Corsair Vengeance LPX 8GB 3200MHz DDR4 Desktop RAM

র‌্যাম (Ram) – ২৫ হাজার টাকার পিসি

বিল্ডটিতে র‌্যাম হিসেবে আমরা বেছে নিয়েছি  Corsair Vengeance LPX 8GB 3200MHz  করসেয়ার ভেঞ্জেন্স এলপিএক্স ৮ জিবি, এর বাস স্পীড ৩২০০ মেগাহার্টজ। র‌্যামটির টির দাম ৩৭০০ টাকা মাত্র।

Ram Specifications

  • Capacity  8GB
  • Memory Type DDR4
  • Bus-Speed 3200Mhz
  • Memory Platform Desktop
  • Single/Dual sticks Dual
  • Number-of-Pin 288 Pin
  • Voltage 1.35V
  • Heat sink type Aluminum Heatsink
  • RGB Type None
  • Height 31mm
  • Warranty Lifetime Warranty

Transcend SSD220S 2.5" SSD SATA III 6Gb/s Internal 120GB SSD

স্টোরেজ (Storage) – ২৫ হাজার টাকার পিসি

আমরা এই বিল্ডটিতে স্টোরেজ হিসেবে সিলেক্ট করেছি  Transcend SSD220S 2.5″ SSD SATA III 6Gb/s Internal 120GB SSD পারফরম্যান্সের দিক এবং বাজেট বিবেচনায় ১২০ জিবি সিলেক্ট করেছি তবে আপনার যদি স্টোরেজ বেশি  প্রয়োজন হয় তাহলে এক্সট্রা হার্ডডিস্ক ব্যাবহার করতে পারেন সে ক্ষেত্রে বাজেট আরও একটু বাড়াতে হবে। এই বাজেটের মধ্যে থাকা খুবই ভালো একটি এসএসডি ড্রাইভ, এর দাম পড়বে ২,০০০ টাকা।

Storage Specifications

  • Model  – Transcend 230S
  • Type – SATAIII SSD
  • Storage  – 128GB
  • Form Factor (Inch)  2.5 Inch
  • Interface.  SATA III 6Gb/s
  • Flash Type  3D NAND flash
  • Read Speed (Max.)  560MB/s
  • Write Speed (Max.)  380MB/s
  • Random Read IOPS  Up to 35,000
  • Random Write IOPS  Up to 70,000

Golden Field GF500 450 Watt Power Supply

পাওয়ার সাপ্লাই (PSU) – ২৫ হাজার টাকার পিসি

বাজেটের কথা মাথাই রেখে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা সিলেক্ট করেছি Golden Field GF500 450W Power Supply এটি ৪৫০ ওয়াট আউটপুট দিতে সক্ষম, যা এই সিস্টেমের জন্য যথেষ্ট, পাওয়ার সাপ্লাইটির দাম ৯৫০ টাকা। একটা কথা না বললেই নয় যেটা হলো বাজারে এই মুহূর্তে PSU বা পাওয়ার সাপ্লাই এর বেশ সংকট তাই হয়তো চাহিদা অনুযায়ী পাওয়ার সাপ্লাই না ও পেতে পারেন। তবে যেটাই নেন ভালো নেয়ার চেষ্টা করবেন কারন আপনার সকল কম্পোনেন্টে পাওয়ার সাপ্লাই এর উপর নির্ভরশীল।

Safeway MTG-20 Mid Tower ATX Gaming Case (Black)

কেসিং (Casing) – ২৫ হাজার টাকার পিসি

আমরা বিল্ডটিতে কেসিং হিসেবে সিলেক্ট করেছি Safeway MTG-20 Mid Tower ATX Gaming Case (Black) কেসিংটির দাম ১,৮৫০ টাকা। তবে এটা যদি  না পাওয়া যায় আপনি চাইলে আপনার পছন্দের অন্য যেকোন কেসিংও নিতে পারেন তবে বাজেট বিবেচনায় এটাই বেস্ট বলা চলে।

Casing Specifications

  • Motherboard Support ATX
  • Color Black
  • Internal Drive Bays 2.5 Inch Drive Bay2 3.5 Inch Drive Bay3
  • Expansion Slots 7 Slots
  • Material Metal
  • I/O 2*USB2.0+Audio
  • Dimensions 375 x 180 x 410mm
  • Weight 2.85 kg

 

আরও পড়ুনঃ ৪৫ হাজার টাকার গেমিং পিসি বিল্ড গাইড-২০২১

 

আমাদের ২৫ হাজার টাকার পিসি বিল্ড গাইড ২০২১ এই বিল্ডের সকল কম্পোনেন্টের দাম নিচে তুলে ধরা হলো:

প্রসেসর (Processor) – ১০,৫০০ টাকা

মাদারবোর্ড (Motherboard) – ৬,০০০ টাকা

র‌্যাম (Ram) – ৩,৭০০ টাকা

স্টোরেজ (Storage) – ২,৬৫০ টাকা

পাওয়ার সাপ্লাই (PSU) – ৯৫০ টাকা

কেসিং (Casing) – ১,৮৫০ টাকা

মোট খরচ – ২৫,৬৫০ টাকা

বিঃদ্রঃ আর্টিকেলে উল্লেখিত আমাদের এই বিল্ডের সকল কম্পোনেন্টের দাম স্টোর বা আবস্থান ভেদে কমবেশি হতে পারে, অবশ্যই কেনার আগে ভালোভাবে খোজ খবর নিয়ে কিনবেন।

তো এই ছিল আজকের ২৫ হাজার টাকার পিসি বিল্ড গাইড ২০২১। আশা করি পোস্টটি ভালো লেগেছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। এই রকম আরও পোস্ট পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমাদের পোস্ট গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে, অনুগ্রহ করে আমাদের পোস্ট গুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।

>>> আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন বিডি টেক পয়েন্ট (BD Tech Point) এর সাথে। যুক্ত হতে – এখানে ক্লিক করুন

মানুষ মাত্রই ভুল করে আমরা কেউ আসলে ভুলের উর্ধে নই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সন্দুর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাকে আর্টিকেলটি পরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মত আল্লাহ্‌ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *