Contents
2-Step Verification
পৃথিবী তে ইন্টারনেট ইউজার যারা আছেন তাদের মধ্যে সব থেকে বেশি ইমেইল পরিষেবা ব্যাবহার করেন গুগল এর জিমেইল পরিষেবা । আমরা জিমেইল এর মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকি । আর এর জন্য আমাদের তথ্য গুলোর সুরক্ষার প্রয়োজন পরে যদিও আমারা শক্তিশালী এবং জটিল পাসওয়ার্ড ব্যাবহার করে থাকি কিন্তু তার পরও মাঝে মধ্যে বিভিন্ন অনলাইন জালিয়াতি বা হ্যাকিং এর কথা সামনে চলে আসে।
তবে এক্ষেত্রে আমাদের জিমেইল অ্যাকাউন্ট সুরাক্ষার জন্য জিমেইল এর কিছু সিকিউরিটি অপশন রয়েছে যেটা হয়তো আমরা অনেকে জানি আবার অনেকেই জানি না । এই সিকিউরিটির মধ্যে অন্যতম অপশন হচ্ছে টু-স্টেপ ভেরিফিকেশন (2-Step Verification) ।
টু-স্টেপ ভিরিফিকেশন অন করতে চাইলে অবশ্যই আপনার একটি ফোন নাম্বার এর প্রয়োজন পরবে ।টু-স্টেপ ভিরিফিকেশন অন হওয়ার পর আপনি যখনই আপনার জিমেইল অ্যাকাউন্ট এ লগইন করার জন্য ইমেইল পাসওয়ার্ড দিয়ে এন্টার করবেন তখনই আপনার জিমেইল অ্যাকাউন্ট এর সঙ্গে সংযুক্ত ফোন নাম্বারে টেক্সট মেসেজ এবং ভয়েস কলের মাধ্যমে আপনার কাছে একটি সিকিউরিটি কোড চলে আসবে । এবং প্রাপ্ত কোড টি দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট এ লগইন করতে হবে । আর এই জন্য হ্যাকার দের পক্ষে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করা বেশ অনেকটা কঠিন হয়ে পড়বে।
তো চলুন এবার দেখে নেয়া যাক যেভাবে – টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন ( how to turn on 2-step verification )
০১ । প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট এ লগইন করুন
২। এরপর ( Manage Your Account ) a ক্লিক করুন
৩। এখন Security তে ক্লিক করুন
৪। (2-Step Verification)এ ক্লিক করুন
৫। এরপর Get Started এ ক্লিক করুন
6। এখন আপনার gmail account a login করুন
৭। এখানে প্রথমে আপনার নাম্বার এড করুন এর পর 1. text message 2. phone call এর মধ্যে যে কোন একটা সিলেক্ট করুন । তারপর নেক্সট এ ক্লিক করুন
৮। আপনার ফোনে গুগল হতে একটা কোড পাবেন সেটা দিয়ে Next এ ক্লিক করুন
৯। এবার Trun on এ ক্লিক করুন
১০। সর্বশেষ Verified পেজ ওপেন হলে আপনার কাজ শেষ
আরও পড়ুনঃ >>> 5 best privacy web browsers for Android – অ্যান্ড্রয়েডের সেরা ৫ টি Privacy বা নিরাপদ ওয়েব ব্রাউজার
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন ( বিডি টেক পয়েন্ট ) এর সাথে । যুক্ত হতে – এখানে ক্লিক করুন
এবার আপনি যদি আপনার জি মেইল অ্যাকাউন্ট এ লগইন করতে চান । তাহলে পাসওয়ার্ড এর পরে আপনার ফোনে আসা কোড টি দিয়ে লগইন করতে হবে । তা না হলে লগইন করতে পারবেন না ।
আজ এই পর্যন্তই ফিরে আসব আগামী কোনো পর্বে । ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।
Leave a Reply