Contents
How To Check Sim Number?
আপনাদের জন্য অনেক দরকারী কয়েকটা তথ্য নিয়ে আসলাম । মোবাইল ফোনের সবচেয়ে অপরিহার্য যে অংশটি সেটা হচ্ছে সিম কার্ড । অনেক দিন ব্যবহার না করার ফলে অথবা অন্য যে কোন কারনে দেখা যায় প্রায় সময় আমরা সিমের নাম্বার ভূলে যাই ।সিমে টাকা নাই, এই নাম্বারটি করো জানাও নেই ঠিক তখনই মহা বিপদে পড়তে হয় । ফোন-ফ্লেক্সি লোডের এর দোকানে গিয়ে দেখা যায় এই সিমের কার্ডও নাই । তখন কি করবেন ?
হ্যা, এই সমস্যার সমাধানই দিচ্ছি আপনাদের । আপনার সিমের নাম্বারটি জানার জন্য সিম অনুসারে নিচের কোড গুলো ব্যবহার করুন ।
ভুলে যাওয়া মোবাইল নাম্বারঃ
1. গ্রামীণফোন (GP Check Sim Number)- *2#
2. রবি (Robi Check Sim Number)- *2# or *140*2*4#
3. বাংলালিংক (Check BL Number)- *511#
4. টেলিটক (Check Teletalk Number)- *551# or Type”AR”send 222
5. এয়ারটেল (Check Airtel Number)- *2# or *121*6*3#
ইমারজেন্সী ব্যালেন্স কোডঃ
1. গ্রামীণফোন – *1010*1# or *121*1*3#
2. রবি – *8811*1# or *123*007#
3. বাংলালিংক – *874#
4. টেলিটক- *1122# or type Yes send 1122
5. এয়ারটেল – *141*10# or dial 20141
ইন্টারনেট ব্যালেন্স কোডঃ
1. গ্রামীণফোন – *566*10# or *566*13# or *121*1*4#
2. রবি – *8444*88# or *222*81#
3. বাংলালিংক – *124*5# or *222*3#
4. টেলিটক- *152#
5. এয়ারটেল – *778*39# or *778*4#
মোবাইল ব্যালেন্স কোডঃ
1. গ্রামীণফোন – *566#
2. রবি – *222#
3. বাংলালিংক – *124#
4. টেলিটক- *152#
5. এয়ারটেল – *778#
আর আপনি কোন সিমের কোন প্যকেজটি ব্যবহার করছেন তা জানতে নীচের পদক্ষেপগুলো অনুসরণ করুন :
প্যাকেজ চেক কোডঃ
1. গ্রামীণফোন- *111*7*2# or type “xp” send 4444
2. রবি – *140*14#
3. বাংলালিংক – *125#
4. টেলিটক- Unknown
5. এয়ারটেল – *121*8#
অফার চেক কোডঃ
1. গ্রামীণফোন – *444*1*2#
2. রবি – *999#
3. বাংলালিংক – *7323#
4. টেলিটক- Unknown
5. এয়ারটেল – *222*1#
এবং সব শেষে কাস্টমার কেয়ার এর সাথে কথা বলতে নাম্বারে কথা বলেন
কাস্টমার কেয়ার নাম্বারঃ
1. গ্রামীণফোন – 121 or 01711594594
2. রবি – 123 or 8801819400400
3. বাংলালিংক – 121
4. টেলিটক- 121 or 01500121121-9
5. এয়ারটেল – 786 or 01678600786
very helpful for me.. i can’t recognize any code. So this information is very helpful for me