Contents
Clear Chrome Browsing History
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই । আসা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি। বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজিং হিস্টোরি,ক্যাশে এবং কুকিজ ডিলিট করবেন।
আপনি যখন ইউটিউবে বা অন্য কোন ওয়েবসাইটে কোন কিছু সার্চ করবেন হতে পারে যে কোন কিছু ধরুন ফুটবল। ফুটবল নিয়ে আপনি সার্চ দেয়ার পর আপনাকে ফুটবল সম্পর্কিত ভিডিও বা সার্চ রেজাল্ট দেখানো হবে এবং পরবর্তী সময় হতে পারে ১মাস পর আপনি যখন তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন দেখবেন আপনাকে ফুটবল রিলেটেড ভিডিও আপনাকে দেখানো হচ্ছে। অবাক হচ্ছেন অবাক তো হওয়ারই কথা আপনার পছন্দের বিষয়গুলো তারা কিভাবে জেনে যাচ্ছে।
এর কারন আমরা যখন নেট ব্রাউস করি বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তখন আমাদের ব্রাউজারে হিস্টোরি,ক্যাশে এবং কুকিজ গুলো জমা হয়। এবং আরো বড় কথা হলো হিস্টোরি,ক্যাশে এবং কুকিজ মাধ্যমে ব্যবহারকারীরকে বিভিন্ন ওয়েবসাইট ট্র্যাক করতে পারে। এর মাধ্যমে আপনার ফোনের অনেক গুরত্বপূর্ণ তথ্য ওয়েবসাইট গুলোর হাতে চলে যাচ্ছে।আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন, ওয়েবসাইটে কত সময় ছিলেন,সেই সাইট থেকে অন্য কোন সাইটে যাচ্ছেন এবং কোন কোন বিষয় নিয়ে সার্চ করছেন। এগুলো বিশ্লেষণ করে তারা আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে থাকে। আর এই ব্রাউজিং হিস্টোরি,ক্যাশে এবং কুকিজ গুলো জমা পরার কারনে আমাদের ফোনের গতিও কমে যায় এটা অবশ্যই আমরা কেউই চাইনা তাই নেট ব্রাউজ করার পর ব্রাউজিং হিস্টোরি,ক্যাশে এবং কুকিজ ডিলিট করুন এবং সুরক্ষিত থাকুন ।
তো চলুন এবার দেখে নেই কিভাবে ক্রোম ব্রাউজিং হিস্টোরি,ক্যাশে এবং কুকিজ ডিলিট করবেন ।
How To Clear Chrome Browsing History, Cache, Cookies:
#১। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল ক্রোম অ্যাপটি অপেন করুন।
#২। এবার তিনটি ডট বা বিন্দু চিহ্নতে ট্যাপ করুন বা চাপ দিন।
#৩। এবার History লেখাতে ট্যাপ করুন বা চাপ দিন।
#৪। ১. সর্বশেষ আপনি যে গুলো সাইট ব্রাউজিং করেছেন সেটা এখানে দেখতে পারবেন এবং ডান পাস থেকে ক্লোজ চিহ্নতে ট্যাপ করে একটি একটি করে ডিলিট করতে পারবেন। ২. এবার সব এক সাথে ব্রাউজিং হিস্টোরি ডিলিট করার জন্য Clear Browsing Data এই লেখার উপর ট্যাপ করুন বা চাপ দিন।
#৫। এখানে ৩টি মেনু দেখতে পারবেন হিস্টোরি,ক্যাশে এবং কুকিজ যে গুলো আপনি ডিলিট করতে চান সেই মেনু গুলতে টিক মার্ক দিন । এরপর All Time এ ট্যাপ করুন বা চাপ দিন এখানে বারতি একটা অপশন আছে যেখান থেকে আপনি সময় অনুযায়ী যেমনঃ সর্বশেষ ১ঘন্টা,১দিন,৭দিন,১মাস এভাবে ব্রাউজিং হিস্টোরি,ক্যাশে এবং কুকিজ ডিলিট করতে পারবেন। এবার নিচে Clear Data তে ক্লিক করুন তাহলে আপনার সকল ব্রাউজিং হিস্টোরি,ক্যাশে এবং কুকিজ ডিলিট হয়ে যাবে।
আরও পড়ুনঃ
>>অ্যান্ড্রয়েডের সেরা ৫ টি Privacy বা নিরাপদ ওয়েব ব্রাউজার
>> ফেসবুক একাউন্ট চিরতরে ডিলিট করুন।
>>2-Step Verification চালু করে হ্যাকিং থেকে সুরক্ষিত থাকুন।
তো এই ছিল আজকের পোস্ট। আশা করি পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। এই রকম আরও পোস্ট পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমাদের পোস্ট গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে, অনুগ্রহ করে আমাদের পোস্ট গুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন বিডি টেক পয়েন্ট (BD Tech Point) এর সাথে। যুক্ত হতে – এখানে ক্লিক করুন
মানুষ মাত্রই ভুল করে আমরা কেউ আসলে ভুলের উর্ধে নই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সন্দুর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাকে আর্টিকেলটি পরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মত আল্লাহ্ হাফেজ।
Leave a Reply