Contents
Delete Facebook Account Permanently
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।আসা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
ফেসবুক হলো বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম।এর মাধ্যমে বন্ধুবান্ধব,আত্মীয়স্বজন, প্রিয়জনের মধ্যে যোগাযোগ রাখতে এবং অন্যান্য কাজে আমারা প্রতিনিয়ত ব্যাবহার করে থাকি ফেসবুক।তবে বিভিন্ন কারনে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার ইচ্ছা বা প্রয়োজনীয়তা দেখা দেয়।আপনি চাইলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টি চিরতরে ডিলিট করতে পারবেন।কিন্তু এই বিষয়টা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানিনা।যারা জানেন না তাদের জন্য আজকের এই আর্টিকেলটি বেশ কাজে আসবে।কারন আজ এই আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনার ফেসবুক একাউন্ট চিরতরে ডিলিট করবেন। তো চলুন শুরু করা যাক।
শুরু করার আগে একটা বিষয় না বললেই নয়। সেটা হচ্ছে ডি-অ্যাক্টিভেট (Deactivate) এবং ডিলিট (Delete) এই দুইটা ওয়ার্ড নিয়ে অনেকেই আমরা গুলিয়ে ফেলি। আসলে দুইটা আলাদা আলাদা বিষয় । নিচে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরলাম
১। ডি-অ্যাক্টিভেট (Deactivate)
ডি-অ্যাক্টিভেট অপশনটি ব্যাবহার করে আপনি আপনার ফেসবুক একাউন্ট সাময়িক ভাবে বন্ধ রাখতে পারবেন ।ডি-অ্যাক্টিভেট (Deactivate) করলে আপনার ফেসবুক একাউন্টি কেউ দেখতে পারবেনা। আপনার আপলোড করা ফটো, ভিডিও এবং আপনার পোস্টগুলো ডিলিট হবে না এবং আপনার মেসেজ সহ সকল তথ্য আগের মতো থাকবে এবং ফেসবুক একাউন্ট দ্বারা ওয়েব সাইট ,অ্যাপ,গেমস বা যেকোনো পরিষেবা রেজিস্টার করা থাকলে সেগুলো অক্ষত থাকবে এবং আপনি চাইলেই যে কোন সময় আপনার ফেসবুক একাউন্টে লগ-ইন করতে পারবেন। এবং একাউন্টে লগ-ইন করার সাথে সাথে পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ফেসবুক একাউন্ট ।
২। ডিলিট (Delete)
ডিলিট (Delete) অপশনটি ডি-অ্যাক্টিভেট (Deactivate) এর বিপরীত দিক বলা যায়
আপনার ফেসবুক একাউন্ট ডিলিট করলে আপনার ফেসবুক একাউন্টি আর কখনই দেখতে পারবেন না। আপনার আপলোড করা ফটো, ভিডিও এবং আপনার পোস্টগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার মেসেজ সহ সকল তথ্য ডিলিট হয়ে যাবে এবং ফেসবুক একাউন্ট দ্বারা ওয়েব সাইট ,অ্যাপ,গেমস বা যেকোনো পরিষেবা রেজিস্টার করা থাকলে সেগুলো হারিয়ে যাবে এবং আপনার ফেসবুক একাউন্টি ডিলিট হতে ৩০ দিন সময় নিবে । ৩০ দিনের মধ্যে আপনি চাইলে আপনার একাউন্ট পুনরায় চালু করতে পারবেন । ৩০ দিন পেরিয়ে গেলে আপনার ফেসবুক একাউন্ট চিরতরে ডিলিট হয়ে যাবে এবং আর কখনয় আপনার একাউন্ট এর অ্যাক্সেস নিতে পারবেন না।
( আপনার ফেসবুক একাউন্ট ডিলিট করার আগে অবশ্যই আপনার ফটো, ভিডিও সহ সকল তথ্য সংরক্ষণ করে নিবেন )
আরও পড়ুনঃ ফেসবুকে কীভাবে কাউকে ব্লক এবং আনব্লক করবেন?
আশা করি এই পর্যন্ত বুঝাতে সক্ষম হয়েছি। তো এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনার ফেসবুক একাউন্ট চিরতরে ডিলিট করবেন। প্রথমে আমরা কম্পিউটার থেকে করব এর পর মোবাইল থেকে।
কম্পিউটার থেকে যেভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করবেন (Delete Facebook Account From PC)
১। প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগ-ইন করুন
২। এবার উপরের ডানদিকের কোণায় তীর চিহ্নে ক্লিক করুন তারপর Settings & Privacy তে ক্লিক করুন ।
3। এখন আবার Settings এ ক্লিক করুন ।
৪। এবার বাম পাশের ট্যাব হতে Your Facebook Information এ ক্লিক করলে নতুন মেনু অপেন হবে সেখান থেকে Deactivation and Deletion লাইনে এসে View তে ক্লিক করুন।
৫। এখানে” আপনার ফেসবুক একাউন্ট ডিলিট করার জন্য Permanently Delete Account এ টিক-মার্ক দিয়ে নিচে Continue to Account Deletion এই লেখার উপর ক্লিক করুন।
৬। এবার নিচে Delete Account এ ক্লিক করুন।
৭। এবার পপ-আপ মেনু অপেন হবে । এখানে আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড দিয়ে Continue তে ক্লিক করুন।
৮। ডিলিট কনফার্ম করার জন্য এখন Delete Account এ ক্লিক করুন।
৯। এই মেসেজ টা আসলে বুঝবেন আপনার একাউন্ট ডিলিট করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে । উক্ত মেসেজে এটাও বলা আছে ৩০ দিনের মধ্যে আপনি চাইলে আপনার একাউন্ট পুনরায় চালু করতে পারবেন সেই জন্য আপনাকে আপনার একাউন্টে লগ-ইন করে Cancel Deletion করুন।
নিচের ১০ নাম্বার ইমেজটি দেখুন
১০। আপনার ফেসবুক একাউন্ট ডিলিট (Delete) করার প্রক্রিয়া বন্ধ করতে চাইলে Cancel Deletion লেখাটিতে ক্লিক করুন ।
আরও পড়ুনঃ 2-Step Verification চালু করে হ্যাকিং থেকে সুরক্ষিত থাকুন
মোবাইল থেকে যেভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করবেন (Delete Facebook Account From Phone)
১। প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগ-ইন করুন
২। এবার উপরের ডানদিকের কোণায় তিন-সারি লাইন চিহ্নে ট্যাপ করুন।
৩। এবার ( Settings & Privacy) লিখাতে ট্যাপ করুন।
৪। এবার Settings লেখাতে ট্যাপ করুন।
৫। এবার Account Ownership and Control লেখাতে ট্যাপ করুন।
৬। এবার Deactivation and Deletion লেখাতে ট্যাপ করুন।
৭। এখানে Delete Account সিলেক্ট করে Continue to Account Deletion লেখাতে ট্যাপ করুন।
৮। আবার Continue to Account Deletion লেখাতে ট্যাপ করুন।
৯। এর পর Delete Account এ লেখাতে ট্যাপ করুন।
১০। এখানে আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড দিয়ে Continue তে ক্লিক করুন।
১১। ডিলিট কনফার্ম করার জন্য এখন Delete Account এ ক্লিক করুন।
১২। এই মেসেজ টা আসলে বুঝবেন আপনার একাউন্ট ডিলিট করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে
আরও সহজ ভাবে করতে চাইলে ভিডিও টি দেখতে পারেন ?
শেষ কথাঃ আপনার ফেসবুক একাউন্টি ডিলিট হতে ৩০ দিন সময় নিবে । ৩০ দিনের মধ্যে আপনি চাইলে আপনার একাউন্ট পুনরায় চালু করতে পারবেন । ৩০ দিন পেরিয়ে গেলে আপনার ফেসবুক একাউন্ট চিরতরে ডিলিট হয়ে যাবে এবং আর কখনয় আপনার একাউন্ট এর অ্যাক্সেস নিতে পারবেন না। আপনার ফেসবুক একাউন্ট ডিলিট করার আগে অবশ্যই আপনার ফটো, ভিডিও সহ সকল তথ্য সংরক্ষণ করে নিবেন
তো এই ছিল আজকের পোস্ট। আশা করি পোস্টটি ভালো লেগেছে । কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না । এই রকম আরও পোস্ট পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমাদের পোস্ট গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে, অনুগ্রহ করে আমাদের পোস্ট গুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
মানুষ মাত্রই ভুল করে আমরা কেউ আসলে ভুলের উর্ধে নই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সন্দুর দৃষ্টিতে দেখবেন
ধন্যবাদ আপনাকে আর্টিকেলটি পরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মত আল্লাহ্ হাফেজ।
This is a very good post. I learned a lot from reading it. I learned how to delete a Facebook account. Thanks. This article was very good.
thanks for comment
Darun hoiche