F.lux: The Auto Brightness Apps
আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন । আমরা যারা কম্পিউটার অথবা মোবাইল ফোন ব্যাবহার করি প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা মনিটরের বা ডিসপ্লের দিকে একটানা চেয়ে থাকি তখন তীব্র আলো আমদের চোখে এসে পড়ে এতে করে আমাদের মহা মূল্যবান চোখের ক্ষতি করে ফেলি ।
এই সমস্যা থেকে বাচতে আজ আমি ছোট একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম যার নাম F.lux এর মাধ্যমে আপনি আপনার মহা মূল্যবান চোখ কে ক্ষতির হাত থেকে বাচাতে পারবেন ।সফটওয়্যার টি কম্পিউটারের পাশা পাশি আপনার মোবাইল ফোনে ব্যাবহার করতে পারবেন। এটা ব্যাবহার করতে আপনাকে কোন প্রকার টাকা খরছ করতে হবে না । বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন
Auto Brightness Apps: কীভাবে কাজ করে?
এই সফটওয়্যার টি ছোট হলেও কাজের ।আপনি শুধু এটা ইন্সটল করবেন বাকি কাজ এই সফটওয়্যারটি নিজেই করবে । এই সফটওয়্যার টি মূলত কাজ করে সময়ের সাথে সাথে ।দিনের বেলা এটা স্বাভাবিক থাকলেও সন্ধার পর থেকে এর কাজ শুরু হয়।
আমরা সবাই জানি সন্ধার পর থেকে আমাদের চারপাশের আলোও পরিবর্তন হয় । এই সময় চারপাশের আলোর চেয়ে আমাদের ফোনের আলো বা মনিটরের আলো একটু বেশি উজ্জ্বল দেখা যায় । আর তখন এই সফটওয়্যার টি সূর্যের আলোর মত কুলার টেম্পারেচারের পরিবর্তে কিছুটা ওয়ার্মার কালার করে দিবে । ওয়ার্মার কালার যা কম্পিউটারের আলোকে কিছুটা হলেও স্বাভাবিক নিয়ন্ত্রণ করে আপনার চোখ কে ক্ষতির হাত থেকে রক্ষা করবে।
এবং এই সফটওয়্যারটি আরও দাবি করে F-lux এটা ব্যাবহার করলে আপনার ভালো ঘুম হবে ।
বাঁকিটা আপনি নিজেই ব্যাবহার করে দেখতে পারেন । সফটওয়্যারটি কেমন কমেন্টে করে জানাতে ভুলবেন না
কম্পিউটার ব্যাবহারকারীরা সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহারকারীরা সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনঃ
>> মাত্র ৭০০০ টাকায় পাওয়া যাবে Samsung galaxy A3 core
>> 2-Step Verification চালু করে হ্যাকিং থেকে সুরক্ষিত থাকুন
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন ( বিডি টেক পয়েন্ট ) এর সাথে । যুক্ত হতে – এখানে ক্লিক করুন
আজ এই পর্যন্তই ফিরে আসব আগামী কোনো পর্বে । ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।
Leave a Reply