Contents
Facebook Block, Facebook Unblock কী?
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই । আসা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
ফেসবুক হলো বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম।এর মাধ্যমে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং অন্যান্য প্রিয়জনের মধ্যে যোগাযোগ রাখতে আমারা প্রতিনিয়ত ব্যাবহার করে থাকি ফেসবুক।তবে এছাড়াও কিছু লোকজন থাকে যারা কেবল আপনাকে হয়রানি করতে, জ্বালাতন করতে এবং ঝামেলা করতে চায়।এই জাতীয় লোকদেরকে এড়ানোর জন্য তাদের অ্যাকাউন্টটি ব্লক করতে পারেন। ব্লক করলে যেটা হবে তারা আপনার প্রোফাইলটি খুঁজে পাবে না।আপনার পোস্টগুলি দেখতে পাবে না। ম্যাসেঞ্জারে কেউ আপনাকে মেসেজ বা বার্তা দিতে পারবেনা।আবার কখনও আপনি যদি চান ব্লক (Block) করা বাক্তির সাথে যোগাযোগ করতে তাহলে তাকে আনব্লক (unblock) ও করতে পারবেন ।
কীভাবে কাউকে ফেসবুকে ব্লক (Facebook Block) এবং আনব্লক (Facebook UnBlock) করবেন?
কম্পিউটার থেকে যেভাবে ব্লক (Facebook Block) করবেন:
#1 প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন
#2 এরপর যাকে ব্লক করতে চান তার নাম সার্চ করে তার প্রোফাইলে যান ।
#3 এবার তার কভার ফটোর নীচের অংশে তিনটি ডট বা বিন্দু চিহ্নতে ক্লিক করুন
#4 এবার ছোট একটি মেনু অপেন হবে । এবং সবার নিচে (Block) লেখাতে ক্লিক করতে হবে।
#5 এখন আরও একটি পপ-আপ মেনু সামনে আসবে যেখানে লেখা থাকবে Cancel আর Confirm এবার তাকে ব্লক করতে চাইলে Confirm এ ক্লিক করুন
ব্যাস আপনার কাজ শেষ । Confirm করার সাথে সাথে আপনি যাকে ব্লক করতে চান সেই ব্যক্তি ব্লক হয়ে যাবে।
স্মার্টফোন থেকে ব্লক (Facebook Block) :
#1 প্রথমে আপনার মোবাইল ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপসটি অপেন করুন
#2 আপনি যাকে ব্লক করতে চান তার নাম সার্চ করে তার প্রোফাইলে যান ।
#3 এবার তার ফটোর নীচের অংশে তিনটি ডট বা বিন্দু চিহ্নতে ট্যাপ করুন বা চাপ দিন।
#4 এবার Block লেখাতে ক্লিক করুন ।
#5 এখন একটি পপ-আপ মেনু সামনে আসবে যেখানে লেখা থাকবে Cancel আর Block এবার তাকে ব্লক করতে চাইলে Block ট্যাপ করুন বা চাপ দিন
কম্পিউটার থেকে আনব্লক (Facebook Unblock) করবেন যেভাবে
#1 প্রথমে আপনার কম্পিউটারে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন
#2 এবার উপরের ডানদিকের কোণায় তীর চিহ্নে ক্লিক করুন।
#3 এবার ( Settings & Privacy) লিখাতে ক্লিক করুন।
#4 এখন শুধু Settings লিখাতে ক্লিক করুন।
#5 এর পর Blocking থেকে Block users নামে এই জায়গায় দেখতে পাবেন আপনি যাকে ব্লক করেছেন । এখন তাকে আনব্লক করার জন্য Unblock লিখাতে ক্লিক করুন।
#6 এখন একটি পপ -আপ মেনু আসবে যেখানে Cancel or Confirm নামে দুটি অপশন থাকবে । সেখান থেকে আপনাকে Confirm এ ক্লিক করতে হবে
আরও পড়ুনঃ 2-Step Verification চালু করে হ্যাকিং থেকে সুরক্ষিত থাকুন
স্মার্টফোন থেকে যেভাবে আনব্লক (Facebook Unblock) করবেন
#1 প্রথমে আপনার মোবাইল ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপসটি অপেন করুন
#2 এবার উপরের ডানদিকের কোণায় তিন-সারি লাইন চিহ্নে ট্যাপ করুন।
#3 এবার ( Settings & Privacy) লিখাতে ট্যাপ করুন।
#4 এবার শুধু Settings লেখাতে ট্যাপ করুন।
#5 এখন Blocking লেখাতে ট্যাপ করুন।
#6 তারপর নতুন একটা মেনু আসবে এই জায়গায় দেখতে পাবেন আপনি যাকে ব্লক করেছেন । এবং তাকে আনব্লক করার জন্য Unblock লেখাতে ট্যাপ করুন।
#7 এরপর আবার পপ -আপ মেনু আসবে যেখানে Cancel or Unblock নামে দুটি অপশন থাকবে । সেখান থেকে আপনাকে Unblock লেখাতে ট্যাপ করতে হবে
ব্যাস আপনার কাজ শেষ। আশাকরি সব বুঝতে পেরেছেন।
তো এই ছিল আজকের পোস্ট । আশা করি পোস্টটি ভালো লেগেছে ।কেমন ছিল পোস্টটি তা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে আর্টিকেলটি পরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মত আল্লাহ্ হাফেজ।
>> আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন ( বিডি টেক পয়েন্ট ) এর সাথে । যুক্ত হতে – এখানে ক্লিক করুন
Awesome post . Thanks bro